সাম্প্রতিক শক্তির বিচারে দু’দলই সমানে সমান। ম্যাচটাও হলো সেরা। মাঝারি টার্গেট তাড়া করতে নেমে ভারত রীতিমতো হারতে বসে। ম্যাচের ভাগ্য কিছুক্ষণ ভারতের দিকে থাকেতো কিছুক্ষণ যায় পাকিস্তানের দিকে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচটি জিতে নেই ভারত। রোববারের পাকিস্তান-ভারতের ম্যাচটি এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবে তকমা পেয়েছিল।