ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

ঢাকার বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ফায়ার স্পিনিং শো অনুষ্ঠিত

ঢাকার বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ফায়ার স্পিনিং শো অনুষ্ঠিত

ঢাকার বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ফায়ার স্পিনিং শো অনুষ্ঠিত

ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো চমকপ্রদ ফায়ার স্পিনিং শো। বাংলাদেশের অন্যতম ফায়ার স্পিনিং টীম "ফায়ার ফ্লেম" এর সদস্যরা দর্শকদের সামনে উপস্থাপন করেন এই রোমাঞ্চকর গেম শো। তিন জন ফায়ার স্পিনার—ফজলুল হক সাকি, ইয়াসিন বিশ্বাস হৃদয়, এবং হুমায়ূন কবির তাদের অসাধারণ পারফর্মেন্স দিয়ে হাতিরঝিলে ঘুরতে আসা নগরবাসীদের মুগ্ধ করেন।

অনেক দর্শক প্রথমবারের মতো ফায়ার স্পিনিং দেখে বিস্মিত হন এবং জানান, নিয়মিত এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম হলে সবাই আরও বেশি বিনোদন উপভোগ করতে পারবেন।

ফায়ার ফ্লেম টীমের কর্নধার ফজলুল হক সাকি জানান, ঢাকায় অনেক উন্মুক্ত স্থান ও বিনোদন কেন্দ্র থাকলেও সেখানে নিয়মিত স্ট্রিট শো বা বিনোদনের তেমন কোনো আয়োজন হয় না। তাই নগরবাসীকে আনন্দ দিতে তারা উন্মুক্ত ফায়ার স্পিনিং শো-এর আয়োজন করছেন। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন স্পটে এই টীম পারফর্ম করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।