ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ

স্বাস্থ্য

প্রকাশিত: ১৬:৩৭, ৫ মার্চ ২০২২

আপডেট: ১৬:৩৭, ৫ মার্চ ২০২২

দেশে করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭  জনে। একই সময়ে ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন। গত বৃহস্পতিবার দেশে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। তার পরদিন শুক্রবার করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে। শনিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া  ১৩ জনের সাতজন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে আটজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, দুইজন বরিশাল বিভাগের একজন রংপুর বিভাগের ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।