কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা ১০৬
ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। সেখানে এখনো ধসে চাপা পড়ে রয়েছেন শতাধিক মানুষ।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে ধস নামে বলে জানা যায়।
এদিন চার ঘণ্টায় পর পর তিনবার ধস নামে ওই পাহাড়ি এলাকায়। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তৃত এলাকা। রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ভারী বৃষ্টির কারণে আকাশপথেও উদ্ধার সম্ভব হচ্ছে না।
এ কারণে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
ওয়েনাড়ের মেপ্পাড়ির কাছে পাহাড়ি এলাকায় স্থানীয় পুলিশ, প্রশাসন-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ২২৫ জন সৈনিক উদ্ধারকাজে নেমেছেন। তিরুঅনন্তপুরমে আরো ১৪০ জন প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে তাদের আকাশপথে ওয়েনাড়ে নেয়া হভে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, নৌবাহিনীও উদ্ধারকাজে নেমেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। আপাতত অস্থায়ী শিবিরে রয়েছেন তারা।
তিনি আরো জানান, কেরালার মুন্ডাক্কাই, ছুরালমালা, আট্টামালা, নুলপুঝা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু রাস্তা ধসে গিয়েছে। একটি সেতুও ভেঙে পড়েছে। বহু জায়গায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। আবহাওয়া খারাপ থাকায় আকাশপথেও উদ্ধার সম্ভব হয়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা