ঢাকা   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় ট্রাম্প ও হ্যারিস

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় ট্রাম্প ও হ্যারিস

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় ট্রাম্প ও হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন দিন আগে দক্ষিণপূর্বাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালাতে গেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

৫ নভেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এ নির্বাচনে ট্রাম্প না হ্যারিস, কে জিতবেন তা সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম ও নির্বাচনি বিশ্লেষকরা। এই সাতটি অঙ্গরাজ্যের একটি নর্থ ক্যারোলাইনা।

এই নিয়ে টানা চারদিন ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন একই অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে গেলেন। নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তে প্রচারণা চালিয়ে নিজ নিজ জনসমর্থন আরও কিছুটা বাড়ানোর চেষ্টা করবেন দুই প্রার্থী। প্রায় সবগুলো জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাত কোটিরও বেশি আমেরিকান ইতোমধ্যে তাদের ভোট দিয়ে দিয়েছেন। এর আগেরবার ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর মধ্যে পড়া রেকর্ড আগাম ভোটের চেয়ে এটি কম হলেও এতে নির্বাচন নিয়ে ভোটারদের উদ্দীপনা লক্ষ্যণীয় হয়ে উঠেছে।

২ নভেম্বর, শনিবার নর্থ ক্যারোলাইনায় আগাম ভোট দেওয়ার শেষ দিন। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত ৩৮ লাখেরও বেশি ভোট দেওয়া হয়ে গেছে। যদিও অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো এখনও হারিকেন হেলেনের প্রভাবে সৃষ্ট প্রাণঘাতী বন্যার ধকল কাটিয়ে উঠতে পারেনি।

হ্যারিস নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটে রক তারকা জন বন জভিকে নিয়ে প্রচারনায় হাজির হওয়ার পরিকল্পনা করেছেন।

দোদুল্যামান অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভ্যানিয়ার পর সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায়, ১৬টি করে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।

২০২০ এর নির্বাচনে মাত্র এক দশমিক ৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ওই একই নির্বাচনে অঙ্গরাজ্যটি একজন ডেমোক্র্যাটকে গভর্নর নির্বাচিত করেছিল, ফলে এখানে প্রতিদ্বন্দ্বী উভয় দলের আশাই বজায় আছে।

শনিবার সকালে নর্থ ক্যারোলাইনার উদ্দেশে রওনা হওয়ার আগে আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে ছিলেন হ্যারিস। সেখানে তিনি বলেন, “আমার পরিকল্পনা ও অভিপ্রায় হল যুক্তরাষ্ট্রের কারখানাজাত উৎপাদনে বিনিয়োগ অব্যাহত রাখা। এভাবেই আমরা একুশ শতকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে পারবো।”

শনিবার দুপুরে ট্রাম্প শার্লটের পশ্চিমে গ্যাস্টোনিয়াতে সমাবেশ করছেন। এ সমাবেশ শেষ করে সন্ধ্যায় অঙ্গরাজ্যটির গ্রিনসবরোতে যাবেন। সেখানে ২২ হাজার আসনের ফাস্র্ট হরাইজন কলোসিয়াম অ্যারিনায় কথা বলবেন তিনি।

শুক্রবার আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে ট্রাম্প বলেছেন, “আমরা আরও চার বছর চরম অক্ষমতা ও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাবো অথবা আমাদের দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চারটি বছর শুরু করবো কি না, এর মধ্যে একটি বেছে নেওয়ার নির্বাচন এটি।”