সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের ২৪ ডিসেম্বর, শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল বিকেল ৩টায় এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে হয় , আগামীকাল ২৪ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৩ টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।