ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

ইউআইইউতে দুদিনব্যাপী ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ রবিবার থেকে শুরু

ইউআইইউতে দুদিনব্যাপী ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ রবিবার থেকে শুরু

‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ শিরোনামে দুদিনব্যাপী চাকরি মেলা আগামি রবিবার এবং সোমবার (১৩ এবং ১৪ মার্চ ২০২২) সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র মাঠে অনুষ্ঠিত হবে। ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং সিকেএইচ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ মেলায় দেশ সেরা প্রায় দুইশ নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেবে। ইউআইইউ’র স্নাতকধারীরা ছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে এই জব ফেস্টিভ্যাল। এবার এই আয়োজনে প্রায় ৫০,০০০ হাজারের মত জব প্রত্যাশীরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এবারে জব ফেস্টিভ্যালে নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউ এবং সিভি কালেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করবে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে। জব ফেস্টিভ্যালে নিয়োগের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন, প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। করোনা মহামারির দীর্ঘ বিরতীর পর এই জব ফেস্টিভ্যাল জব প্রত্যাশীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জব প্রত্যাশীরা দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন। এ ফেস্টিভ্যাল একাডেমিক ও ইন্ডাষ্ট্রিজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।