ঢাকা   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬

ইউল্যাব-এ ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম অনুষ্ঠিত

চাকুরী

প্রকাশিত: ১৭:০৫, ১১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৩

ইউল্যাব-এ ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ক্যারিয়ার সার্ভিসেস অফিসের উদ্যোগে দু’দিন ব্যাপি “ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কসপে রিসোর্স পার্সনস হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডন সামদানি ফ্যাসিলিটেশনের প্রধান গোলাম সুমদানী ডন, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ জাহাঙ্গীর নবি, স্যামসাং-এর মানবসম্পদ বিভাগের প্রধান মুজাহিদুল ইসলাম জাহিদ, আশিক মাহমুদ আদনান, সিনিয়র লেকচারার ইউল্যাব এবং ইউল্যাবের ক্যারিয়ার সার্ভিসের ডিরেক্টর জামাল উদ্দিন জেমি সেশনের নেতৃত্ব দেন। বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লান, আই ক্যাচিং সিভি তৈরী, কভার লেটার তৈরী, জব পোর্টাল, ইমেইল বা হার্ড কপিতে চাকুরির আবেদন করার সঠিক পদ্ধতি, কনফিডেন্স সহকারে ইন্টারভিউ দেবার কৌশল নির্ধারন, মক ইন্টারভউ এবং কিভাবে জব সার্চ করতে হয় সকল বিষয় নিয়ে আলোচনা করেন।