কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ
কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া শাখা।
বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবরে ফেসবুকে দেয়া এক পোস্টে ওই উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।
ফেসবুকে দেয়া পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে। একইসাথে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা বিবেচনা করা এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় ও নিজস্ব সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদফতর ভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।