ঢাকা   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১, ০১ জমাদিউস সানি ১৪৪৬

মেজর সিনহা হত্যা মামলার ৭ম দফা সাক্ষ্যগ্রহণ শুরু

আইন-আদালত

প্রকাশিত: ১২:০৬, ১৫ নভেম্বর ২০২১

আপডেট: ১২:০৬, ১৫ নভেম্বর ২০২১

মেজর সিনহা হত্যা মামলার ৭ম দফা সাক্ষ্যগ্রহণ শুরু

অবসরপ্রাপ্ত মেজর সিনহা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৭ম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ দফায় সাক্ষ্যগ্রহণ চলবে ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত। সোমবার (১৫ নভেম্বর) সকাল সোয়া দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলার ৬০তম সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এ বিষয়ে মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, "গত ২৭ অক্টোবর (বুধবার) দুই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ধার্য করেন বিজ্ঞ জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। আমরা বাকি সাক্ষীদের আদালতে উপস্থাপনের মাধ্যমে খুব দ্রুত এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে চাই।" মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জামিরুল হকসহ ৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আসামিপক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে সার্জন আইয়ুব আলীকে পুনরায় জেরার জন্য হাজির করা হয়। এর আগে সকালে বরখাস্ত ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয়। আলোচিত এ মামলায় এখনও পর্যন্ত ৬৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।