ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর পলাশের ওষুধ ফার্মেসি গুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। এসময় উপজেলার খানেপুর বাজারের ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অননুমোদিত ওষুধ রাখা ও ফার্মাসিস্টের লাইসেন্স না থাকার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । এ অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন। নির্বাহী  ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত ওষুধ বিক্রি বন্ধে আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। খানেপুর বাজারের ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ অন্যান্য অপরাধে ১০ হাজার টাকা অর্থ প্রদান ও তা আদায় করা হয়। এসব অভিজান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।