ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

প্রধান বিচারপতি করোনায় আক্রান্ত

প্রধান বিচারপতি করোনায় আক্রান্ত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দীন আহমদ প্রথম আলোকে আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য শারফুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনায় আক্রান্ত হয়ে গতকাল বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছেন। এর আগে মঙ্গলবার তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁরা দুজনেই সুস্থ আছেন। কোনো জটিলতা নেই।’ এর আগে গত মঙ্গলবার করোনায় আক্রন্ত হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ।