ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

শনিবার গানের তালে তালে রান্না শিখাবেন ড. মাহফুজুর রহমান

শনিবার গানের তালে তালে রান্না শিখাবেন ড. মাহফুজুর রহমান

প্রতি ঈদেই একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার তিনি আসছেন একটি রান্নার অনুষ্ঠান নিয়ে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন 'ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি' অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান। আগামী শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।