ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

ফিরল বিডিনিউজ

গণমাধ্যম

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ৬ অক্টোবর ২০২৩

আপডেট: ০২:১২, ৬ অক্টোবর ২০২৩

ফিরল বিডিনিউজ

বিডিনিউজ

এক মাসেরও বেশি সময় পর স্বাভাবিক হয়েছে বাংলাদেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত থেকে ব্যবহারকারীরা ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারছেন। ওয়াবসাইট সচলের বিষয়টি নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও নিশ্চিত করেছে বিডিনিউজ কর্তৃপক্ষ।

রাত ৯টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, “অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ।

এর আগে, গত  ১ সেপ্টেম্বর দুপুরের পর থেকে নিউজ পোর্টালটির ওয়েবসাইট ব্রাউজ করতে পারছিলেন না ব্যবহারকারীরা।

বিডিনিউজের সাইটটি ব্রাউজ করতে গেলে সেখানে কোনো কনটেন্ট দেখা যাচ্ছিল না, পুরোটা ফাঁকা। নিচে শুধু “প্রধান সম্পাদক ও প্রকাশক : তৌফিক ইমরোজ খালিদী” লেখাটি দেখাচ্ছিল।

আবার কখনও সাইটটিতে প্রবেশ করতে গেলে “Sorry, you have been blocked” লেখাটি দেখাচ্ছিল।

সে সময় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছিল ওয়েব পোর্টালটি। সেখানে তারা বলে, “আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু কারণে আমাদের পাঠকদের নিউজ পোর্টালের মাধ্যমে সেবা দান করতে পারছি না। আমরা এ অসুবিধার জন্য অকুণ্ঠচিত্তে ক্ষমাপ্রার্থী। আমরা দ্রুত ওয়েবসাইট সচল করার চেষ্টা করছি।”