ঢাকা   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

মারা গেছেন আইনজীবী ভূবন চন্দ্র

মারা গেছেন আইনজীবী ভূবন চন্দ্র

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত আইনজীবী ভূবন চন্দ্র শীল ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তিনি  আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন ।তার  শ্যালক পলাশ মজুমদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে রাজধানীর তেজগাঁওয়ে দুই সন্ত্রাসী গ্রুপের কোন্দলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন ভূবন চন্দ্র শীল। শুক্রবার তার মাথায় অস্ত্রোপচার হয়। ওই দিন রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা চলে ওই অস্ত্রোপচার।

তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিতে ভুবনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঝুঁকি নিয়ে তার অস্ত্রোপচার করতে হয়েছে। পরিবারের সম্মতি নিয়েই তার অস্ত্রোপচার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চলের সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি জায়গায় তারিক সাঈদ মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। অন্তত চারটি মোটরসাইকেলে এসে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় মামুনের প্রাইভেটকারে মিঠু ও খোকন নামে দুই সহযোগী ছিলেন। গুলি করার পর মামুন গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পথচারী আরিফুল হক ও বিপরীত পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ভূবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হন। মামুনকেও কুপিয়ে আহত করা হয়।