ঢাকা   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো

প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ২২ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক।

এর আগে, গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেছিলেন। তবে আজ এই শুনানি পিছিয়ে ২২ নভেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখানো হয় বিএনপি মহাসচিবকে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।