ঢাকা   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টার বিজয়করা সফর

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ২১ জানুয়ারি ২০২৪

আপডেট: ০০:৫৭, ২১ জানুয়ারি ২০২৪

মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টার বিজয়করা সফর

মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টার বিজয়করা সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.কামাল আবদুল নাসের চৌধুরী আজ শনিবার ২০ জানুয়ারি নিজগ্রাম তথা বিজয়করা সফর করেন। 

আগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুর একটার দিকে তিনি  নিজ এলাকা উত্তর বিজয়করা জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তারপর তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে জেয়ারত করেন। এই সময় এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে তিনি বিজয়করা গ্রামের আধ্যাত্মিক মহাপুরুষ সুফি আবদুর রহমান সাহেবের মাযার জেয়ারত করেন। এই সময় বিজয়করা ছুফিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এইসময় তিনি মাদরাসা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। 

পরে তিনি বিজয়করা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এইসময় বিভিন্ন সংগঠন, নেতাকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুল্লাহ আল হাছান চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, আবদুল বাতেন চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি আবদুল কাইয়ুম চৌধুরী, ভিপি ফারুক মিয়াজী,নুপুর চৌধুরী, জানে আলম ভূইয়া প্রমুখ ব্যক্তিবর্গ। 

ড.কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্নোত্তরপর্বে তিনি গ্রামে তার শৈশবের স্মৃতি স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়ো,পড়ো, পড়ো এবং পড়ো। তিনি আরো বলেন জীবনে পড়ার বিকল্প কিছু নাই। 

বক্তব্যে তিনি বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে। ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়ে দেশ ও জাতি। তারপর বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আজকে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী (মন্ত্রী পদমর্যাদায়) উপদেষ্টা পদে নিযুক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান ড.কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন।