ঢাকা   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর (প্রথম পর্ব)। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) এই মাঠেই দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ আদায় করা হয়। নামাজে অংশগ্রহণ করতে সকাল থেকেই মাঠে জড়ো হয় লাখ লাখ মুসল্লি।

দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শেষ হয়। সর্ববৃহৎ এ নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ইজতেমায় যোগ দিতে তিন দিন আগ থেকেই টঙ্গীতে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। অনেকেই আশ্রয় নেন সড়কে।

জুমার নামাজের পর বয়ান করার কথা রয়েছে জর্ডানের ওমর খতিবের। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।  

প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ওই পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।