ঢাকা   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছে

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ৩ অক্টোবর ২০২৪

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছে

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছে

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে শ্রমিকরা। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বাসসকে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকালে স্বতস্ফুর্তভাবে নিজ-নিজ কর্মস্থলে যোগদান করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ওই সব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে যৌথবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

তবে ১৩(১) ধারায় এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৬টি পোশাক কারখানা আজ বন্ধ রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।