উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগের বিষয়ে বক্তব্য
অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে আজ রাতে ফোনে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘প্ল্যানিং কমিশনের সংবাদ সম্মেলনের শুরুতে আমার ব্যস্ততা ও শারীরিক ক্লান্তির কথা বুঝাতে বলেছিলাম, আমার কাছে ৩০০-৪০০ উপাচার্য ও প্রো-উপাচার্য হওয়ার আবেদন আছে। সবক’টি যাচাই বাছাই করছি। উনারা সবাই উপাচার্য ও প্রো-উপাচার্য হতে চান। বলাবাহুল্য, আমি আবেদনকারীদের প্রতি হালকাভাবে মজারছলে কথাটি বলেছিলাম। সংবাদের বিষয় হওয়ার জন্য নয়। বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সমাজের প্রতি সত্যিকার অর্থে আমার এ ধরনের মন্তব্য করার প্রশ্নই ওঠে না। আমি যে খুব ক্লান্ত সেটা বোঝাতেই এই ধরনের হালকাভাবে এই কথা দিয়ে শুরু করেছিলাম। কারণ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিল একনেকের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করার জন্য।’