ঢাকা   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পূজামণ্ডপে গান: ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ১১ অক্টোবর ২০২৪

পূজামণ্ডপে গান: ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই

পূজামণ্ডপে গান: ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে গান গাওয়ার সঙ্গে ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। 

এ বিষয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে দলটির অবস্থান তুলে ধরেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

এক ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ‘এই ঘটনার সঙ্গে অনেকেই ছাত্রশিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবির কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কাজ কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক।’

সত্যতা যাচাই না করেই বিভিন্ন সময় শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হয় জানিয়ে তিনি বলেন, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরণের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ করছি।