সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল হাজারীবাগ এলাকা থেকে আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) আজ রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল (৫২) কে গ্রেফতার করেছে। র্যাবের পাঠানো ক্ষুদে বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ আরো বেশ কিছু ফৌজদারী মামলার আসামী হিসেবে মুকুলকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।