ইউআইইউ এবং গ্রামীনফোন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং গ্রামীনফোন লিমিটেড (জিপি) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২৪ ডিসেম্বর ২০২৪ (মঙ্গলবার) সকাল ১০:৩০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মোকাদ্দেম। এসময় উপস্থিত ছিলেন গ্রামীনফোন লিমিটেড’র (জিপি) সার্ভিস ডেলিভারি অ্যান্ড এক্সপেরিয়েন্স’র প্রধান মিসেস শায়লা রহমান, জিপি’র এমপ্লয়ি এক্সপেরিয়েন্স’র প্রধান জনাব এ.এন.এম. আল ফারাবি, জিপি’র এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট জনাব আশফাক হোসেন, ইউআইইউ’র পরিচালক (কোঅর্ডিনেশন) এবং সাবেক রেজিস্ট্রার প্রফেসর এ এস এম সালাহউদ্দিন, ইউআইইউ ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক জনাব নাহিদ হাসান খান এবং ইউআইইউ জনসংযোগ বিভাগের পরিচালক জনাব আবু সাদাত।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেজিস্ট্রার ড. মো: জুলফিকার রহমান এবং গ্রামীনফোন লিমিটেড’র (জিপি) চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিসেস সায়েদা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থী, অ্যাকাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।
এই চুক্তির ফলে ইউআইইউ’র শিক্ষার্থীরা উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলবে। ইউআইইউ ও গ্রামীণফোন বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এছাড়া, গ্রামীণফোনের ক্যাম্পাস কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার সুযোগ করে দেবে। এর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।