ঢাকা   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সংহতি

দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সংহতি

দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সংহতি

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ।

৭ এপ্রিল সোমবার গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে। সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রদল গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 'The World Stops for Gaza' কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবী, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

এছাড়াও, ঢাবি শিক্ষার্থীদের দ্বারা গঠিত বিভিন্ন বিভাগ, হল, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকেও 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা'র প্রতি সংগতি জানিয়ে বিবৃতি দিয়েছে।

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। তারা সোমবার কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার এক বিবৃতিতে এ কথা জানান তারা।

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সোমবারের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। রোববার এক বিবৃতিতে এ সংহতি জানান শিক্ষার্থীরা।

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও মুসলমানদের উপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে গাজাবাসী। 

এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সবাইকে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।