“নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশনের অনলাইন প্রশিক্ষণের টানা ১০০০তম দিন ছিল আজকে। উক্ত দিনটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশের ৬৪টি জেলা ও বিশ্বের ৫০টিরও বেশি দেশে উৎযাপিত হল ১০০০তম দিন।
তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলা দিনটিকে স্মরণীয় রাখতে দিনতি ভিন্ন ভাবে উৎযাপন করে। পঞ্চগড় টিমের পক্ষ থেকে এতিমখানায় এক বেলা খাবার ব্যবস্থা করা, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং কেক কেটে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রতিনিধি সহ সকল সদস্যগণ।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন এর ফাউন্ডার, মেন্টর জবাব ইকবাল বাহার জাহিদ স্যার উদ্দোক্তা তৈরীর লক্ষে টানা ১০০০দিন অনলাইনে ফ্রি প্রশিক্ষণ দিয়েছেন এবং সেই সাথে তিনি বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের স্কিল শেখানো হয়। তার অনুপ্রেরণায় অনেক বেকার আজ ব্যবসা করছেন। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে, আবার দেশের অর্থনৈতিক অবদান রাখছে।