ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সময়োপযোগী

মতামত ও সম্পাদকীয়

প্রকাশিত: ০৯:৫২, ১৫ অক্টোবর ২০২০

আপডেট: ০৯:৫৬, ১৫ অক্টোবর ২০২০

এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সময়োপযোগী

  চলমান করোনা মহামারির কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের জেএসসি, এসএসসি/ দাখিল পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করার সরকারি সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী। কোভিড সংক্রমন পরিস্থিতি পরীক্ষা অনুষ্ঠানের অনুকুলে না থাকায় এ বিষয়ে বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণের ফলে সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে বলে মনে করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বৃহঃপতিবার, (১৫ অক্টোবর) অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নপূর্বক লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা তথা উচ্চশিক্ষা গ্রহণের পথ নির্বিঘ্ন করার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।