ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

বিদেশে স্কলারশিপ, উচ্চ শিক্ষা ও স্থায়ী বসবাসের সম্ভবনা

মতামত ও সম্পাদকীয়

প্রকাশিত: ০৬:৫২, ২৩ নভেম্বর ২০২০

আপডেট: ১৩:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১

বিদেশে স্কলারশিপ, উচ্চ শিক্ষা ও স্থায়ী বসবাসের সম্ভবনা

সুপ্রিয় ভাই ও বোনেরা, শুভেচ্ছা নিবেন। আজকে আমি বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে দু একটি কথা বলবো। মোটামুটি একটা রেজাল্ট আর আইইএলটিএস এ একটু ভাল দক্ষতা থাকলেই কিন্তু কেউ বিদেশে পড়তে পারে। আবার আরেকটু ভাল প্রোফাইল থাকলে তো কথাই নাই, স্কলারশিপসহ পড়া শুনার সুযোগ পাওয়া যায়। অনেকে ভাবে যে বিদেশে পড়তে গেলে তো অনেক টাকা দরকার হয়! এটাও সত্য, তবে সব দেশে টাকা লাগে না, কিছু দেশ তো আপনার পড়ালেখার খরচ দিবে সাথে হাত খরচাও পাবেন। তার জন্যে একটু কষ্ট করতে হবে। যাইহোক, আমি আসলে যারা একটু বিদেশ পড়তে ইচ্ছুক তাদেরকে মোটিভেশন দেয়ার জন্যে লিখছি। আমি কোন এজেন্সি না। আবার অনেক জ্ঞানী মানুষও না। প্রথমত যারা আইইএলটিএস করতে চাচ্ছেন তাদের জন্য বলিঃ আপনি যদি ইংলিশে মোটামুটি ভাল হোন তাহলে আপনার আইইএলটিএস এর জন্য কোন কোচিং করতে হবে না। আমি গ্রুপ লিঙ্ক দিচ্ছি এখানে থেকে আপনি অনেক রিসোর্স পাবেন। এছাড়া ইউটিউব থেকে বাকিটা কাভার করতে পারবেন। এই রিলেটেড তথ্য পাবেন এখানেঃ https://www.facebook.com/groups/1304067453008950 দ্বিতীয়ত যারা স্কলারশিপ নিয়ে পড়তে চান তাদের জন্যঃ আপনার ভাল একাডেমিক রেজাল্ট, ভাল আইইএলটিএস স্কোর, পাবলিকেশন, জব এক্সপেরিয়েন্স ইত্যাদি থাকলে আপনি স্কলারশিপ পেতে পারেন। তবে এই জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে যে কোন ভার্সিটিতে আপনার প্রোফাইল দিয়ে স্কলারশিপ পেতে পারেন। স্কলারশিপ রিলেটেড তথ্য পাবেন এখানেঃ https://www.facebook.com/groups/2686115891483666 তৃতীয়ত যারা বিদেশে জব করতে চানঃ আসলে আপনার প্রোফাইল যতটুকু আছে তা নিয়েই আপনি অনেক দেশে জব করতে পারবেন। এই জন্য একটু স্টাডি করতে হবে ইন্টারনেটে। তবে কোন এজেন্সি না ধরে সরাসরি সরকারিভাবে জব নিয়ে বিদেশ যাওয়ার চেস্টা করবেন। সরকারি যেমন বোয়েসেলের মাধ্যমে কোরিয়াতে যেতে পারবেন। এই রিলেটেড তথ্য পাবেন এখানেঃ https://www.facebook.com/groups/405539176675013 আবার টিটিসি তে ভাষা শিখে জাপান, জর্ডান সহ অনেক দেশেই যাওয়া যায়। সরকারি ভাবে কোন দেশে যাওয়ার জন্য সেই দেশের ভাষা জানাটা বেশি গুরুত্বপূর্ন। এই রিলেটেড তথ্য পাবেন এখানেঃ https://www.facebook.com/groups/2686115891483666