রাজধানীর ইত্তেফাক মোড়ে শিবিরের মিছিল
রাজধানীর শাপলাচত্বরে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সকালে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসহ ৭ দফা দাবিতে মতিঝিলের শাপলাচত্ত্বর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে ছাত্র সংগঠনটির ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
এই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অন্য দিনের মতো মিছিলে কোনো বাধা দিতে দেখা যায়নি পুলিশকে। বরং দাঁড়িয়ে মিছিল দেখতে দেখা গেছে পুলিশ সদস্যদের। যদিও মিছিল থেকে শিবিরকর্মী সন্দেহে ১০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে শিবির বলছে, শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে তাদের আটক করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন পথচারি ও কর্মজীবীও রয়েছেন
বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিল শাপলাচত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামাদের নি:শর্ত মুক্তি , ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।