ঢাকা   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) বিচারক শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।

নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেন তিনি।

নিয়ম অনুযায়ী শুধু পার্টির বর্তমান চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণবিধি ২০০৮-এর ৭ ধারা অনুযায়ী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

নোটিশে আগামী রোববার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।