পবিত্র রমজানকে দশক হিসেবে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত ও তৃতীয় দশক নাজাত। রমজানের প্রতিটি মুহূর্তই অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তবে শেষ দশকের গুরুত্ব অত্যধিক। কেননা, এই দশকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল। তা হলো রাত জাগরণ, লাইলাতুল কদর, ইতেকাফ ও সাদাকায়ে ফিতর আদায় ইত্যাদি