ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মসজিদ উত-তাক্বওয়া, ধানমন্ডিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী (৭,৮ এবং ৯ অক্টোবর) সীরাত উৎসব। আজ শুক্রবার জুমুয়ার নামাজের পর সীরাত বই উৎসবের উদ্বোধন করেন উক্ত মসজিদের খতিব শায়খ হাফেজ মুফতি সাইফুল্লাহ সাহেব। উক্ত সীরাত অনুষ্টানে শুক্রবার সন্ধ্যায় উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এম.পি। মসজিদ উত-তাক্বওয়া সোসাইটির উদ্যেগে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে প্রতিদিন আসরের নামাজের পর ছোটোদের হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা। মাগরিবের নামাজের পর থাকছে বিশ্বজয়ী ক্বারীদের তিলাওয়াত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাদের সীরাত বিষয়ক আলোচনা পর্ব। উক্ত বইমেলার পাশাপাশি থাকছে রাসূল(স) এর খাবার তথা সুন্নতী খাবারের আইটেম প্রদর্শনী। দর্শনার্থীরা দেখার পাশাপাশি চাইলে ক্রয় করার ও সুযোগ থাকছে সব গুলো খাবার এবং বই। উল্লেখ্য, আগামী শনিবার বেলা ১২ টা থেকে ৩.৩০ পর্যন্ত মহিলারাও বইমেলা দর্শনের সুযোগ থাকছে। উক্ত সময়ে পুরুষ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ৯ তারিখ রোজ রবিবার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিন ব্যাপী এই সীরাত উৎসব। সকলকে বইমেলায় আসার আমন্ত্রণ জানিয়ে উক্ত সীরাত উৎসবের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন উক্ত মসজিদের খতিব হাফেজ মুফিতি সাইফুল্লাহ।