বিডিটোন২৪.কম পাঠক ফোরাম (বিপাফো)-এর উদ্যোগে ফ্রি ইংলিশ স্পোকেন কোর্সের সুযোগ!
দেশের চলমান লকডাউনের অলস সময়কে কাজে লাগিয়ে যে কেউ ফ্রি ইংলিশ স্পোকেন শিখতে পারেন। যে যেখানে আছেন সেখানে থেকেই করতে পারবেন বিপাফো-এর এই ফ্রি কোর্সটি। বয়সের ক্ষেত্রেও থাকছে না কোন বিধিনিষেধ। স্কুল-কলেজ থেকে শুরু করে গ্রাজুয়েশন শেষ করেছেন এমন ব্যক্তিও করতে পারবেন কোর্সটি।
বিপাফো জানান, দেশের এই লকডাউন সময়কে কাজে লাগিয়ে তরুন-তরুনীদের মাঝে ইংরেজীতে কথা বলার যে স্বাভাবিক একটা ভীতি আছে তা দূর করা তাদের এই কোর্সের মূল উদ্দেশ্য।
সম্ভাব্য ৭ মে থেকে শুরু করে মোট ১৫টি ক্লাস করাবে বিপাফো। ক্লাস রুটিন এখনও প্রকাশ করে নি। তবে বিপাফো বলেছে সবার অবসর সময় বিবেচনা করে ক্লাস রুটিন করা হবে। সপ্তাহে দুই দিন ক্লাস থাকবে মোট দুই ঘণ্টা করে।
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করবে বিপাফো। পুরো কোর্সটি অনলাইনে জুমের মাধ্যমে পরিচালনা করা হবে। তাই যে কেউ, যেকোন জায়গা থেকে জয়েন করে ইংরেজী শেখার এই সুযোগটি গ্রহণ করতে পারে। আবার ক্লাস শেষে যাবতীয় রিসোর্স শেয়ার করবে তারা। যারা প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করবে এবং নিয়মিত উপস্থিত থাকবে তাদের জন্য থাকবে অংশগ্রহণকারী সনদ।
তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করুন। নির্বাচিত শিক্ষার্থীর ই-মেইলে ক্লাস শিডিউল ও জুম লিংক পাঠিয়ে দিবে বিপাফো।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/JoohQxuerdKJvfCDA
বিস্তারিতঃ https://www.facebook.com/groups/727551617828558
আবেদনের শেষ তারিখঃ ৫ মে, ২০২১ | শিক্ষার্থী নির্বাচন ও ফিডব্যাক প্রদানঃ ৬ মে | প্রথম ক্লাসঃ ৭ তারিখ বিকেল ৩টায়।