কাগজ দিয়ে বিশেষ একধরনের পরিবেশবান্ধব ‘গ্রিন পেন’ উদ্ভাবন করা হয়েছে। পরিবেশবান্ধব এ কলম লেখা শেষে মাটিতে পুঁতলেই হবে গাছ। এটি লেখার কাজ করার পাশাপাশি সবুজ বনায়নে কার্যকরী ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব কলম এর প্রধান বৈশিষ্ট্য এটিতে প্লাস্টিকের পরিবর্তে কাগজ ব্যবহার করা হয়েছে। কাগজের তৈরি এই কলমে কালি শেষ হলে মাটিতে রোপণ করলে জন্ম নিবে বিভিন্ন রকমের গাছ। বর্তমান সময়ে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন কমাতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের মো: সাকিব উল আলম। এই কলম ব্যবহার শেষে কলমটি মাটির সংস্পর্শে আসলেই কলমের কাগজের অংশটি জৈব প্রক্রিয়ায় মাটির সাথে মিশে যাবে। এছাড়া মজার বিষয়টি হলো কলমটির পেছনের অংশে নানা ধরনের বৃক্ষের বীজ সংযুক্ত করা আছে, ব্যবহার শেষে মাটিতে বা টবে গেঁথে দিলেই কলমের কাগজের অংশটি মাটির সাথে মিশে যাবে এবং বীজটি থেকে তৈরি হবে গাছের চারা। এটি ব্যবহারে কমাবে প্লাস্টিকের চাহিদা, যার ফলে পরিবেশ ও ভারসাম্য ঠিক থাকবে।সেই সাথে এই কলম ব্যবহারে একদিকে যেমন মাটি দূষণ কমাবে অন্যদিকে বৃক্ষরোপণ ও হবে।