ঢাকা   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬

জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

সোশ্যাল মিডিয়া থেকে

প্রকাশিত: ১১:৪১, ২২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১১:৪১, ২২ সেপ্টেম্বর ২০২১

জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা। নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে মাশরাফি লিখেছেন, 'যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা তাদের বিদায় গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার আন্ডারে খেলা,আপনার আদেশ,ড্রেসিং রুমে আপনার স্থির থাকা,আপনার লেখা এ সব কিছুই এখন সৃতি হয়ে গেল।বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে।অসংখ্য খেলোয়ারের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার।আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুন। আমিন।' তামিম ইকবাল লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।' লিটন কুমার দাস লিখেছেন, 'হঠাৎ খবরটা পেলাম! বিখ্যাত ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই।' সত্তর ও আশির দশকে দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলেছেন জালাল চৌধুরী। পরে হয়ে যান দেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। দেশকে প্রতিনিধিত্ব করা অনেক নামী ক্রিকেটারের গুরু ছিলেন তিনি। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গর্ডন গ্রিনিজ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোচ ছিলেন জালাল। খেলাধুলো নিয়ে বিস্তর জানাশোনা ও লেখালেখির প্যাশন থেকে যুক্ত হন ক্রীড়া সাংবাদিকতায়ও। তার লেখনী শক্তি দিয়ে দেশের খেলাধুলোর পাঠকদের কাছে হয়েছিলেন ভীষণ সমাদৃত। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং বাদ আসর ইরাকি মাঠে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।