পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৩৪ দেশে ইফতারের আয়োজন করছে সৌদি আরব। এসব দেশের প্রায় ১৬ লাখ মুসলিম ইফতার গ্রহণের সুযোগ পাবে। শনিবার (২৬ মার্চ) সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ ইফতারের এ প্রকল্প উদ্বোধন করেন। সৌদি আরবের ধর্মমন্ত্রণালয়ের সমন্বয়ে আরও দুইটি সংস্থা এ কর্মসূচি পরিচালনা করছে। মন্ত্রণালয়টি ইতোমধ্যে বাংলাদেশের এক লাখ ২৯ হাজার মানুষের জন্য খাবার ও ৪৫ হাজারের বেশি মানুষের জন্য ১৫ টন খেজুরও দিয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান। এদিকে পবিত্র মাসে ১৫ হাজারের বেশি খাবারের ঝুড়ি ও ১০ টন খেজুর সুদানের রাজ্যগুলোতে বিতরণ করা হবে। সুদানের ধর্মমন্ত্রী সৌদির এ সাহায্য কর্মসূচির জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এতে বিশ্বজুড়ে অনেক লোক উপকৃত হচ্ছে। তাছাড়া ইথিওপিয়ার আট হাজার মানুষের জন্য আট শ’ খাবারের ঝুড়ি ও ১১ টন খেজুর বণ্টন করবে সৌদি প্রশাসন। এ সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।