এভাবেই আজ আটবার গোল উৎসব করেছে বাংলার মেয়েরা
র্যাংকিং এ ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে আট গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মাত্র তিন দিন আগেই প্রথম ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আট গোলের ব্যবধানে জয়, বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক সাবিনা খাতুন দারুন খুশি এই জয়ে।
এর আগে ২০১০ সালে ভুটানের সঙ্গে ৯-০ গোলে জয় ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সেই রেকর্ড ভেঙ্গে ফেলতে চেয়েছিল কিন্তু সেটা আর হয়নি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ জয়টিই পেয়েছে বাংলার মেয়েরা।
সংবাদ সম্মেলনে এসে কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘আমি আগেই বলেছিলাম, এ ধরনের ম্যাচে মানসিকভাবে কঠিন থাকতে হয়, আগের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে আমরা ৩-০ গোলে জিতেছি। যদিঅ সেই ম্যাচটি অত কঠিন ছিল না কিন্তু অনেক সহজ সুযোগ মিস হয়েছে।। তারপর আবার এভাবে খেলা...সব কৃতিত্ব খেলোয়াড়দের। ওরা ভিন্ন মানসিকতা দেখেয়েছে।’
সাবিনা তহুরা ঋতু পর্নারা আগামী বছর আরো নতুন উদ্দ্যামে খেলবে তারা বলে আশা প্রকাশ করেন কোচ টিটু।