ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

পাকিস্তান টেস্টে কয় পেসার খেলাবে বাংলাদেশ

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ১৫ আগস্ট ২০২৪

আপডেট: ২২:৪৪, ২২ আগস্ট ২০২৪

পাকিস্তান টেস্টে কয় পেসার খেলাবে বাংলাদেশ

সাকিবের সাথে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ

বাংলাদেশের পাকিস্তান সফরে টেস্ট দলে পেসার হিসেবে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। দলের বাইরে সবচেয়ে সফল টেস্ট বোলার ইবাদত এবং তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে। দেশের বাইরে ম্যাচ জিততে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়।

তবে বাংলাদেশ দলে চার পেসার খেলানোর ঘটনা খুব একটা নেই, সর্বশেষ একই ম্যাচে বাংলাদেশ দলে চারজন পেসার খেলেছিল ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২১ আগস্ট শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টেও সে রকম কিছু দেখা যেতে পারে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল অনুশীলনের পর সাংবাদিকদের স্পিন কোচ মুশতাক বলেন, কন্ডিশনের ওপর নির্ভর করছে সবকিছু, ছেলেরা প্রস্তুত যদি উইকেটে ঘাস থাকে, আমরা চার পেসার নামিয়ে দেব বর্তমানে আমাদের অনেক ভালো পেস বোলিং ইউনিট রয়েছে। বিদেশের মাটিতে টেস্ট জেতানোর মতো পেসার দলে আছেন এবং তাঁরা আরও পরিণত হচ্ছেন বলেও মনে করেন সাবেক এই পাকিস্তানি লেগ স্পিনার।

মুশতাক আরো বলেন, ‘আমার মতে, বাংলাদেশে এখন বেশ ভালো কয়েকজন পেসার রয়েছে। অনুশীলনেই আপনারা ওদের দেখবেন তারা ঠিক দিকেই এগোচ্ছে, হয়তো আরো কিছুটা সময় লাগবে। কিন্তু তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

সম্পর্কিত বিষয়: