ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

তামিমের পর ১৫ হাজারের ক্লাবে মুশফিকুর রহিম

তামিমের পর ১৫ হাজারের ক্লাবে মুশফিকুর রহিম

দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ১৫ হাজারি ক্লাবে মুশফিক

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার  হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৫ রানে অপরাজিত আছেন মুশফিক।

এই ইনিংস খেলার পথে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন মুশি। ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯ টেস্টে ৫৭৩১ রান, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ রান এবং ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটা এখন ৪৬২ ম্যাচে ১৫,হাজার ২৩ রানের মালিক।

বাংলাদেশের পক্ষেএ  আগে  তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ১৫ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন  ড্যাশিং ওপেনার তামিম। ৩৯১ ম্যাচে ১৫২৪৯ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ৬৬৪ ম্যাচে ৩৪ হাজার ৩৫৭ রান  করেছেন টেন্ডুলকার।

সম্পর্কিত বিষয়: