ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবের নিরাপত্তার দায়ভার নিতে অপারগ বিসিবি

ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলেই বিদায় জানাতে চায় সাকিব কিন্তু

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলেই বিদায় জানাতে চায় সাকিব কিন্তু

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব

আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার বিষয়টি পরিস্কার করে সাকিব। তবে সাকিব শেষ টেস্টটা খেলতে চান দেশের মাটিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামি মাসে দক্ষিন আফ্রিকার বিপক্ষের সিরিজে যদি বিসিবি থেকে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়।  

দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, সে নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত সাকিব। গ্রেপ্তার করা না হলেও দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসতে পারে। যুক্তরাষ্ট্রে তাঁর পরিবার বাস করে। সব দিক দিয়েই নিশ্চয়তা চান বাঁহাতি এ অলরাউন্ডার। নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশে এলে পরিবারের কাছে ফেরার নিশ্চয়তাও চেয়েছেন। সেটি সরকার বা বিসিবির উচ্চপর্যায় থেকে এই বিষয়টি নিশ্চিত হোক, এটাই শেষ চাওয়া সাকিবের।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই। সাকিবকেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’

সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’

ফারুক যদি খুব করেই চান সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলুন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’