ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন সাবধানে শুরু করলেও

আকাশ দীপে উড়ে গেছে বাংলাদেশের ওপেনিং জুটি

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আকাশ দীপে উড়ে গেছে বাংলাদেশের ওপেনিং জুটি

নিজের প্রথম ওভারেই জাকিরকে আউট করে আকাশ দীপ

দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটিং এর ডিসিশন নেয় রহিত শর্মা, যা ঘরের মাঠে ভারতের জন্য একটা বিস্ময়ই বটে। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করেছিল ভারত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার খেলানোর কথা বলেছেন রোহিত।

দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম প্রথম থেকেই দেখেশুনে খেলছিলেন। সকালের সেশনে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ ওভারে এসে জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। কোন রান না করেই আউট হয়ে সাজঘরে ফিরেন জাকির, আকাশ দীপের প্রথম ওভারেই তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হয় জাকির। যশস্বী জয়সোয়াল ক্যাচটি নিতে পেরেছেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই ক্যাচটি নিয়েছেন জয়সোয়াল।

সাবধানী শুরু করা সাদমান বেশ দেখেই খেলছিলেন কিন্তু আকাশ দীপের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনিও, ২৪ রান করে আউট সাদমান। প্রতিবেদন লেখা সময় পর্যন্ত ১৩ ওভারে দলীয় রান ৩৭-২, ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন (৮) এবং মমিনুল হক (০)।