সম্প্রতি জার্মানিতে ভ্রমণকারীদের উদ্দেশ্যে নিজের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছেন জার্মানিতে অধ্যয়নরত একজন বাংলাদেশী শিক্ষার্থী এভাবেঃ
প্রথমত, আজকের পর্যন্ত পাওয়া তথ্যমতে জার্মানিতে প্রবেশ করতে হলে আপনাকে লাস্ট ফ্লাইট ডিপার্চারের ৪৮ ঘন্টা পূর্বের টেস্ট করা করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
সরকার অনুমোদিত প্রবাসীদের করোনা টেস্ট করানো হয় এমন যেকোনো হাসপাতাল থেকে করোনা টেস্ট করালেই হবে। টেস্টের রেজাল্ট আপনার মোবাইলে মেসেজ আকারে আসবে, পরবর্তীতে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রেজাল্টটি ডাউনলোড করে অবশ্যই ২টি কপি প্রিন্ট করে নিবেন।
https://dghs.gov.bd/index.../en/component/content/article... এই লিঙ্কে গিয়ে Download Covid 19 Test Result অপশনে ক্লিক করে আপনার রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। আপনি হাসপাতালে গিয়েও রেজাল্টের সরকারী প্রিন্ট কপি নিতে পারবেন।
দ্বিতীয়ত, হাই রিস্ক এরিয়া (জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বাংলাদেশ হাই রিস্ক এরিয়া) থেকে জার্মানিতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ট্রাভেল করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই লিঙ্কে https://www.einreiseanmeldung.de/#/ রেজিস্ট্রেশনের শেষে একটি পিডিএফ কপি পাবেন ডাউনলোড করার জন্য। ঐ কপিটি অবশ্যই প্রিন্ট করে নিবেন।
তৃতীয়ত, ঢাকা বিমানবন্দরে বহির্গমন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই আপনাকে করোনার সার্টিফিকেট (১ কপি) ভ্যালিড করে নিতে হবে নির্ধারিত হেলথ ডেস্ক থেকে। এই বাড়তি প্রসেসিংগুলো শেষ করে আপনি নির্দিষ্ট এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে গিয়ে চেকইন শেষ করবেন, তারপরে বহির্গমন ফর্মটি পূরণ করে ইমিগ্রেশন গেটে পুলিশকে দিবেন।
ইমিগ্রেশন গেটে থাকা পুলিশ সদস্য আপনার বহির্গমন ফর্ম এবং করোনার ভ্যালিড করা সার্টিফিকেটটি একত্রে সংযুক্ত করে আপনাকে ফেরত দিবে। এই সংযুক্ত করা ফর্ম এবং করোনার ভ্যালিড সার্টিফিকেট ইমিগ্রেশন ডেস্কে থাকা পুলিশ অফিসার রেখে দিবেন। ইমিগ্রেশন শেষ করে আপনি বিমানে উঠার জন্য অপেক্ষা করবেন। তখন এয়ারলাইন্স অফিসার আবার করোনার সার্টিফিকেট দেখতে চাইবে, আপনার সাথে থাকা দ্বিতীয় কপিটি তখন দেখাবেন।
লিখেছেনঃ
ফয়সাল আহমেদ
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, জার্মানি।
এডমিন, Bangladeshi Student Forum Germany